তিন সহোদর বোন একই সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার নজীর তেমন না থাকলেও টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ঘটছে তার ব্যতিক্রম।চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে আলোচনায় ওই তিন বোন।
পরীক্ষায় অংশগ্রহণকারী সহোদর তিন বোন হলো বড় বোনা সুমাইয়া ইসলাম, মেজো বোন সাদিয়া ইসলাম ও ছোট বোন রাবিয়া ইসলাম। তারা তিন জনই পৌর শহরের ৫নাম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের মেয়ে এবং উপজেলার সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী।
রোববার (৩০ এপ্রিল) থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় তারা উপজেলার পরীক্ষার কেন্দ্র সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।এক সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এলাকায় আলোচনায় এসেছে তারা
এ বিষয়ে সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন বলেন, ওই তিন বোন মেধাবী শিক্ষার্থী। এর আগে তারা প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে।এবারের পরীক্ষায়ও তারা কৃতিত্বের ধারাবাহিকতার স্বাক্ষর রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আপনার মতামত লিখুন :